Somiti Manager

By: Self Depend
Contains adsআপনার ব্যবসায়ীক সমিতির সকল হিসাব নিকাশের ঝামেলা থেকে আপনাকে মুক্ত করবে সমিতি ম্যানেজার অনলাইন সফটওয়্যার। এটি ব্যাবহারের মাধ্যমে আপনার মাঠকর্মী মাঠে বসেই কালেকশন পোস্টিং দিতে পারবে, আর আপনি এটি মনিটরিং করবেন পৃথিবীর যেকোন প্রান্তে বসে। কালেকশনের সাথে সাথে আপনার গ্রাহকগন পেয়ে যাবে একটি নিশ্চিতকরন এসএমএস।

লেনদের সুবিধাঃ
* ডিপোজিট
* ফিক্সড ডিপোজিট
* ডিপিএস
* লোন
* ইন্সুরেন্স
* ব্যাংক লেনদেন
* আয়-ব্যয়
* অনুদান তহবিল
ইউজার সুবিধাঃ
* অ্যাডমিন
* শেয়ার হোল্ডার
* ম্যানেজার
* ফিল্ড এসিস্ট্যান্ট
* কাস্টমার (গ্রাহক)

বর্ননা


সমিতি ম্যানজার হলো একটি সচ্ছ, সুন্দর ও নির্ভুল হিসাবধারী সফটওয়্যার। এর মাধ্যমে আপনি আপনার ব্যবসায়ী সমতির হিসাব নিকাশ সংরক্ষন করতে পারবেন অতি সহজে ও নির্ভুল ভাবে।

সমিতি ম্যানেজার যেভাবে কাজ করে-

১. গ্রাহকের প্রোফাইলে যাবতীয় তথ্যাদী সংরক্ষন করা।
২. সাধারণ ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, ডিপিএস ও ইনসুরেন্স গ্রহনের সুবিধা।
৩. লোন প্রদান ও আদায়ের সাথে মেনুয়ালী ইন্টারেস্ট বসানোর সুবিধা, যা মূল লোনের সাথে অটো ক্যালকুলেশন হবে।
৪. লোন রিনুয়াল সুবিধা। ৫. তারিখ অনুযায়ী গ্রাহকের লেনদেন স্ট্রেটমেন্ট দেখা।
৬. সকল কালেকশনের সামরি দেখা ও প্রিন্ট করা।
৭. কাস্টমারের আদায় সীট ও লেজার প্রিন্ট।
৮. কাস্টমারকে লেনদেনের নিশ্চিতকরন এস.এম.এস দেয়া।
৯. ব্যাংক ডিপোজিট।
১০. ওয়েলফেয়ার।
১১. সেটেলমেন্ট এ্যাডজাস্টমেন্ট।
১২. কর্মচারীদের বেতন ভাতা প্রদানের সুবিধা।
১৩. ভূল লেনদেন সংশোধনের সুবিধাতো থাকছেই সাথে থাকছে আনলিমিটেড ইউজার দেয়ার সুবিধা।
তাই কাল বিলম্ব না করে এখনি ডাউনলোড করুন সমিতি ম্যানেজার সফটওয়্যার।

আমাদের রয়েছে সুপার সিকিউর ক্লাউড ডাটা স্টোরেজ সেন্টার (বাই আলফানেটা)। যেখানে আপনার ডাটা থাকবে সুরক্ষিত। গ্রাহকের ডেটা সিকিউরিটির জন্য আমরা শতভাগ সহায়তা প্রদান করি।